সময়টা ভাল যাচ্ছে না বার্সেলোনার। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দুর্বল এইবারের কাছে পয়েন্ট খুইয়েছে লা লিগা এই পরাশক্তিরা। এই প্রথম মেসিদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল এইবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে লিওনেল মেসিকে নিয়ে মেসিবিরোধীদের একটা ‘ট্রল’ চালু আছে। তাঁদের মতে, মেসি নাকি এইবারের মতো ছোটখাটো দল ছাড়া কারও সঙ্গে গোল করেন না। এমন দুর্বল দলের সঙ্গে এন্তার গোল করে রেকর্ড বই ওলট–পালট করেন মেসি, তাঁদের ‘দাবি’ এমনটাই। এ জন্য তাঁকে ‘এইবারম্যান’ বলেও ডাকেন অনেকে!
তবে মেসি না থাকলে যে এইবারের সঙ্গে পয়েন্ট পেতেও বার্সার ঘাম ছুটে যায়, সেটাই দেখা গেল গত রাতে। মেসিহীন বার্সা আবারও পয়েন্ট হারিয়েছে। লিগের সব শেষ ম্যাচে এইবারের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচে খেলেননি বিশ্রামে থাকা লিওনেল মেসি। বার্সেলোনার পক্ষে গোলটি ওসমান দেম্বেলের। এইবারের গোলটি কিকে গার্সিয়ার।
এই ড্রয়ে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এখনো পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে যা ৭ কম।