খুলে দাও প্রতিভার দ্বার, সেরা হও তুমিই তারকা সম্ভার’ এ শিরোনামে আর্ন্তজাতিক মাতৃভাষা উপলক্ষে আয়োজন করা হয়েছে আবৃত্তি, ছবি আকাঁ, নৃত্য প্রতিযোগিতার। স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করতে পারবেন। প্রতিযোগীতার পূর্বেই রেজিষ্ট্রশন করতে হবে।
এস এম এস মাধ্যমে, রেজিষ্ট্রশন করতে পারবেন নাম, ঠিকানা, বয়সসহ পাঠিয়ে দিতে হবে ০১৯১১ ২০ ১৪ ৯০ নম্বরে অথবা ই-মেল করতে পারবেন [email protected] অংশগ্রহণের পর গ্রুপ ভাগ করে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা।

গ্রুপ ও সময় সূচী:- ক. গ্রুপ : দ্বিতীয় শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী দুপুর ২টায়। খ. গ্রুপ: ৬ষষ্ট শ্রেণী থেকে অষ্টম শ্রেণী দুপুর ৩ টায়। গ. গ্রুপ: নবম শ্রেণী থেকে একাদশ শ্রেণী দুপুর ৩.৩০ টায়। ঘ. গ্রুপ: ২০-২৫ তরুণ/তরুণী বিকেল ৪টায়। তারিখ : ১৪ ফ্রেরুয়ারি ২০২১, রোজ : রোববার, স্থান : বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন, ২২/১, তোপখানা রোড, ঢাকা-১০০০। ইভেন্ট আয়োজনে : বাংলাদেশ সংস্কৃতি পরিষদ, ঢাকা। বিজয়দের মাঝে দেয়া হবে আর্কষণীয় বই উপহার।